ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে এক শিশুসহ দু’জনের মৃত্যু

আপডেট: July 7, 2024 |

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে পৃথক দুটি স্থানে একশিশুসহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

৭ জুলাই (রবিবার) দিবাগত রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের চৌটাকী গ্রামে ঘুমন্ত অবস্থায় ৯ বছরের শিশু ও পড়িয়া ইউনিয়নে নিটোল ডোবা গ্রামে এক নারীকে সাপে কামড় দিলে তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, চৌটাকী গ্রামে আকালু চন্দ্রের কন্যা চৌটাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সুভাত্রা (৯) প্রতিদিনের মত ঘুমিয়ে ছিল।

এসময় বিছানায় সাপে কামড় দিলে তার মাকে জানায়। পরে পরিবারের লোকজন সাপটিকে দেখতে পায়।

এ ঘটনায় সুভাত্রাকে চিকিৎসার জন্য হাসপাতালে না নিয়ে ওঝা কবিরাজ দিয়ে সময় পার করে। পরিষেশে অবস্থার অবনতির দিকে গেলে ভোর ৫টায় সুভাত্রা মৃত্যুর কোলে ঢলে পড়ে।

অন্যদিকে সন্ধ্যায় বাড়ির কাজ করতে গিয়ে হঠাৎ সাপেড় কামড়ে আক্রান্ত হয় শাহারা বেগম (৩৫) নামে এক নারী।

পরবর্তিতে রাত আটটায় তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই নারী নিটোল ডোবা গ্রামের জয়নালের স্ত্রী।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ আহাদুজ্জামান সজিব জানান, সাপের কামড়ে আক্রান্ত নারী হাসপাতালে আসতে দেরি করায় সময়মত চিকিৎসা দেয়া সম্ভব হয়নি। সে কারনে তার মৃত্যু হয়েছে।

হাসপাতালেও পর্যাপ্ত এন্টিভেনম ইনজেকশন নেই। তাই সবাইকে সচেতন হবার আহবান এই চিকিৎসকের।

Share Now

এই বিভাগের আরও খবর