বগুড়ায় বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণসামগ্রিক বিতরণ

আপডেট: July 6, 2024 |

শাহজাহান আলী ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ও বগুড়া-১ আসানের সংসদ সদস্য সাহাদারা মান্নান সারিয়াকান্দি-সোনাতলা উপজেলার বন্যা দুর্গম বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

০৫ জুলাই (শুক্রবার) দুপুর ৩টা থেকে বিকাল ৬টা পর্য়ন্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান সারিয়াকান্দি ও সোনাতলায় বন্যা দুর্গম বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এসময় সারিয়াকান্দি সদর ইউনিয়নের শালুকা চরে এবং কালিতলা পয়েন্টে বন্যা কবলিত ৪৫০ পরিবার এবং সোনাতলার পাকুল্লা ইউনিয়নের মুজিবকিল্লায় ও তেকানি চুকানিতে ৪০০ পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে বিভিন্ন ত্রাণ সামগ্রিক বিতরণ করা হয়।

বিতরণকৃত ত্রাণসামগ্রিক এর মধ্যে ছিলো ১০ কেজি চাল ও শুকনা খাবার(মুড়ি,চিড়া,গুড়, তেল,পিঁয়াজ,আটা,ডাল,রসুন,
স্যালাইন,হাইজিন কিট) ইত্যাদি।

এসময় জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন,বন্যায় পরিস্থিতি মোকাবিলাসহ ক্ষতিগ্রস্হ পরিবারদের জন্য সরকারের নির্দেশনামতে জেলা প্রশাসন বগুড়া সকল ধরনের প্রস্ত্ততি গ্রহণ করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর