কবে কমবে গ্যাস সংকট, জানালেন প্রতিমন্ত্রী নসরুল

আপডেট: July 4, 2024 |

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দেখা দেয়া গ্যাসের সংকট আগামী ১৫ জুলাইয়ের পর আর থাকছে না।

বুধবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুনীল অর্থনীতিবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে আলোচনা শেষে তিনি এ তথ্য জানান। সম্মেলনে বলা হয়, দেশের উপকুলীয় এলাকায় ৩ কোটির বেশি মানুষ বাস করে।

তাই দারিদ্র্য বিমোচনে বড় ভূমিকা রাখতে পারে সমুদ্রসীমা। সম্মেলনে জানানো হয়, সমুদ্র অর্থনীতি বাংলাদেশকে প্রতিবছর ৬২০ কোটি ডলার জোগান দেয়।

এর আগে ব্লু-ইকোনমি ইনফ্রাস্ট্রাকচার সেশনে নসরুল হামিদ বলেন, সমুদ্রে মাল্টিক্লায়েন্ট সার্ভে শেষ হয়েছে। গভীর সমুদ্রে বেশ সম্ভাবনা রয়েছে খনিজ সম্পদের।

আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। সেপ্টেম্বরে যা শেষ হবে। জলবিদ্যুতে ভালো সম্ভাবনা থাকতে পারে। এজন্য পরীক্ষামূলক প্রকল্প নেয়া যেতে পারে।

তিনি আরও বলেন, মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর গড়ে উঠছে। গতবছর ৮০ হাজার টন ধারন ক্ষমতার কয়লার জাহাজও ভিড়েছে।

এখানে এলএনজি টার্মিনাল, কোল টার্মিনাল, এলপিজি, টার্মিনালের চিন্তা নিয়ে এগোচ্ছে সরকার।

মাতারবাড়ি গভীর সমুদ্র এলাকায় হাইড্রোজেন পাওয়ারের সম্ভাবনা নিয়ে কাজ হবে। অনশোরে উইন্ড ২৫ শতাংশ পর্যন্ত মিলছে কেন্দ্রের সক্ষমতা অনুযায়ী। অফশোরে তা আরও বেশি হবে বলে প্রত্যাশা করছি।

Share Now

এই বিভাগের আরও খবর