রাণীশংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব -১৭ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

আপডেট: June 24, 2024 |

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব -১৭ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

২৪ জুন (সোমবার) বিকালে রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সোহেল রানা, সারমিন আক্তার , ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, শরৎচন্দ্র রায়, আবুল কাশেম, রাঙাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমীর পরিচালক তাজুল ইসলাম, উপজেলা জাপা সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা জাপা যুগ্ন আহবায়ক আবু তাহের, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ আরও অনেকে।

উদ্বোধনী খেলায় রাণীশংকৈল পৌরসভা একাদশ বনাম ৪নং লেহেম্বা ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করেন ।

খেলায় নির্ধারিত সময়ে কোন দল কাঙ্খিত গোলের দেখা না পেলে খেলা গোড়াই ট্রাইব্রেকারে।

এতে ৫-৪ গোলে লেহেম্বা ইউনিয়ন একাদশকে পরাজিত করে জয় লাভ করে পৌরসভা একাদশ।

উল্লেখ্য যে, উপজেলার ১টি পৌরসভা ও ৮ টি ইউনিয়ন মিলে মোট ৯ টি দলের অংশগ্রহণে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব -১৭ এর খেলা অনুষ্ঠিত হবে।

লটারির মাধ্যমে প্রতিটি খেলার প্রতিযোগী দল নির্ধারণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর