উখিয়ায় পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

আপডেট: June 19, 2024 |

বর্ষার শুরুতেই টানা বৃষ্টি ভূমিধস নামিয়েছে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে; তাতে নিহত হয়েছেন অন্তত নয়জন।

মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত উখিয়ায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে।

তার মধ্যেই ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নয়জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান।

নিহতদের মধ্যে সাতজন রোহিঙ্গা, আর ২ জন স্থানীয় বাংলাদেশি।

এর মধ্যে ৮ নম্বর ক্যাম্পে ২ জন, ৯ নম্বর ক্যাম্পে ২ জন, ১০ নম্বর ক্যাম্পে ৪ জন ও ১৪ নম্বর ক্যাম্পে ১ জনের মৃত্যু হয়েছে।

১০ নম্বর ক্যাম্পে নিহতরা হলেন- আবু মেহের (২৫), শাহানা (২২), আবুল কালাম (৫০) ও সেলিমা খাতুন (৪৫)।

৯ নম্বর ক্যাম্পে নিহতরা হলেন- মো. হোসেন (৫০), ও আনোয়ারা বেগম (১৮)।

৮ ও ১৪ নম্বর ক্যাম্পে নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মিজানুর বলেন, বুধবার সকাল ৬টায় ১০ নম্বর ক্যাম্পের বক্ল সি ৩ এ পাহাড় ধসে মাটিচাপা পড়ে ৪ জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো উদ্ধার করে। তার আগে রাত ৩টায় ৯ নম্বর ক্যাম্পের আই ৪ এ পাহাড় ধস ঘটে। সেখানে ২ জনের লাশ মেলে। ভোর ৪টার দিকে ৮ ও ১৪ নম্বর ক্যাম্পে পাহাড় ধসে মারা যায় আরও ৩ জন।

দমন-পীড়নের মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা ১৩ লাখ রোহিঙ্গার অধিকাংশই রয়েছে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার শরণার্থী শিবিরে। সেখানে বিভিন্ন পাহাড় কেটে বসতি স্থাপন করেছে এই রোহিঙ্গারা।

Share Now

এই বিভাগের আরও খবর