প্রথম বিশ্বকাপের পরের ২৫ বছরেও এগোতে পারেনি বাংলাদেশ : স্টুয়ার্ট ল

আপডেট: May 29, 2024 |

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। যেটা ছিল একদমই অপ্রত্যাশিত। দলের এমন হাল দেখে বিস্মিত হয়েছেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল। তার দাবি, প্রথম বিশ্বকাপের পরের ২৫ বছরেও এগোতে পারেনি বাংলাদেশ।

বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রধান কোচের পদে রয়েছেন স্টুয়ার্ট ল। এর আগে কাজ করেছেন বাংলাদেশে। বাংলাদেশের যুবাদের সবশেষ এশিয়া কাপের শিরোপাও এসেছে তার হাত ধরে। সব মিলিয়ে একদম কাছ থেকে বাংলাদেশের ক্রিকেটকে পর্যবেক্ষণ করেছেন এই অস্ট্রেলিয়ান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিশ্বের স্বনামধন্য গণমাধ্যম আল জাজিরার আয়োজনে মুখোমুখি হয়েছিলেন ল। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাংলাদেশ ২৫ বছরেও এগোয়নি। তারা যা যা করছে, কিছুই পক্ষে কাজ করেনি। ভালো করার জন্য তাদের কী করতে হবে, সেটা তাদের খুঁজে বের করতে হবে।’

১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটের সেই আসরের পর সীমিত ওভারের দুই ফরম্যাট মিলিয়ে ১৫টি বিশ্বকাপ আসরে অংশ নিয়েও একবারও নকআউট পর্বে জিততে পারেনি টাইগাররা। যেটা চোখে পড়েছে ল’র।

বাংলাদেশ দলের এমন অবস্থার পেছনে অবশ্য বোর্ডের কোনো দোষ দেখছেন না ল। তার মতে, পরিকল্পনা বাংলাদেশ দলের পক্ষে কাজ করেনি। ল আরও বলেন, ‘এখনই সেটা চিন্তা করার সঠিক সময়। যেহেতু বর্তমান পরিকল্পনা কাজ করছে না, এবার তাই একটু ভিন্নভাবে ভেবে দেখা উচিত। এমন নয় যে দোষটা বর্তমান প্রশাসকদের। তবে তাদের বিষয়টা দেখতে হবে।’

টি-টোয়েন্টিতে বাংলাদেশ কেন এখনো সফল হতে পারছে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ল’র চোখে ধরা পড়েছে বিগ হিট করতে না পারার ক্ষমতা। বাংলাদেশের সাবেক কোচের ভাষ্য, ‘তারা যথেষ্ট ফিট নয়। তারা ভালো স্পিন ও ফাস্ট বোলিং করে সেটা আমরা জানি। কিন্তু তারা কখনই ক্যারিবিয়ান বা অস্ট্রেলিয়ানদের মতো ফিট হতে পারছে না। এর কারণ তাদের খাদ্যাভাস আলাদা।’

‘বাংলাদেশ যদি তরুণদের বিকাশের জন্য সঠিক পদক্ষেপ নিতে পারে, ১২ থেকে ১৬ বছর বয়সের মধ্যে তাদেরকে ভালো খাদ্যাভাস অনুযায়ী গড়ে তুলতে পারে এবং শারীরিক সুস্থতার দিকে নজর দিতে পারে, তাহলে বিশ্ব অদম্য একটি বাংলাদেশ দল দেখতে পাবে।’-পরামর্শ দিয়েছেন ল।

Share Now

এই বিভাগের আরও খবর