চট্টগ্রামে ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা

আপডেট: May 27, 2024 |

মোহাম্মদ রেজাউল করিম,চট্টগ্রাম প্রতিনিধিঃ  ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্টি হওয়া প্রবল বর্ষণে  ডুবে গেছে চট্টগ্রাম নগরীর বেশকিছু এলাকা। ফলে নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। যার কারণে চরম দুর্ভোগ পড়েছে নগরবাসী।

গতকাল মধ্য রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর, বাদুরতলা, চকবাজার, বাকলিয়া, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, ২ নম্বর গেট, জিইসি মোড়, পুরাতন চান্দগাঁও থানাসহ নগরীর বেশিরভাগ এলাকা হাঁটু থেকে গলা সমান পানিতে তলিয়ে গেছে।

সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে একাধিক সড়কে। এদিকে নগরীর সি এন্ড বি মোড় হয়ে বিএফআইডিসি রোড, বাহির সিগন্যাল, মোহরা এই সকল জায়গার কিছু কিছু সড়ক পানিতে ডুবে থাকতে দেখা যায়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নগরজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২০৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর