গাজায় ১০ দিন ধরে চিকিৎসা সামগ্রী পাওয়া যাচ্ছে না

আপডেট: May 18, 2024 |
inbound522977090742877707
print news

গাজা উপত্যকায় গত ১০ দিন ধরে কোনো চিকিৎসাসামগ্রী পাওয়া যাচ্ছে না।

হামাসের বিরুদ্ধে ইসরায়েলের নতুন হামলা চালানোর প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিওএইচও শুক্রবার এ কথা বলেছে।

ডব্লিওএইচওর মুখপাত্র তারিক জাসারেভিক বলেছেন, ইসরায়েলের রাফা ক্রসিং বন্ধ করে দেয়ায় কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি বলেছেন, আমরা সর্বশেষ চিকিৎসাসামগ্রী পেয়েছি ৬ মের আগে।

ইসরায়েলি বাহিনী হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গত ৭ মে রাফায় প্রবেশ করে। তারা মিসরের সঙ্গে গাজার সীমান্ত রাফা ক্রসিং বন্ধ করে দেয়।

এটি মানবিক সরবরাহের জন্যে একটি গুরুত্বপূর্ণ ক্রসিং হিসেবে বিবেচিত।

এদিকে জাতিসংঘের বিভিন্ন সংস্থা গাজা দুর্ভিক্ষের ঝুঁকির মুখে রযেছে বলে সতর্ক করে আসছে।

এ পরিপ্রেক্ষিতে ইসরায়েলের দিক থেকে গাজার কেরাম শালোম ও এরেজ ক্রসিং কার্যত বন্ধ রয়েছে।

জাসারেভিক বলেন, ক্লিনিক ও হাসপাতালগুলো চালানোর মতো প্রয়োজনীয় জ্বালানি নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে। গাজার হাসপাতালগুলোর প্রতিমাসে ১৮ লাখ লিটার জ্বালানি প্রয়োজন হয়।

অথচ রাফা ক্রসিং বন্ধ করে দেয়ার পর কেবল এক লাখ ৫৯ হাজার লিটার জ্বালানি গাজায় প্রবেশ করেছে যা স্পষ্টত খুবই কম বলে জাসারেভিক উল্লেখ করেন।

উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়।

এ সময়ে তারা প্রায় ১ হাজার ১৭০ ইসরায়েলিকে হত্যা এবং ২৫০ জিম্মি করে। এখওনা তাদের কাছে ১২৮ জিম্মি আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে।

গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় ৩৫ হাজার ৩০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তাদের অধিকাংশ নারী ও শিশু।

Share Now

এই বিভাগের আরও খবর