বিশ্বকাপ খেলতে বুধবার রাতে দেশ ত্যাগ করবে টাইগাররা

আপডেট: May 15, 2024 |
inbound5006997144668753937
print news

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বুধবার (১৫ মে) দিনগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দেশ ছাড়ার আগে মিরপুরে অনুশীলন করবে তাসকিনরা। এরপর দুপুরে সংবাদ সংম্মেলনে উপস্থিত হবেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মঙ্গলবার (১৪ মে) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকরা। বিশ্বকাপ দলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে মিরপুরে অনুশীলন করবে বিশ্বকাপ দল। এরপর বিশ্বকাপে দলের অফিসিয়ার ফটোশুট শেষে সংবাদ সম্মেলনে হাজির হবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

মিরপুরে সকল আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দরে যাবে বাংলাদেশের বিশ্বকাপ মিশনের সদস্যরা। বুধবার (১৫ মে) দিনগত রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল।

৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল শান্তরা।

বাংলাদেশের বিশ্বকাপ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, রিশাদ হোসেন, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, শেখ মাহেদী, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব।

রিজার্ভ: আফিফ হোসেন, হাসান মাহমুদ।

Share Now

এই বিভাগের আরও খবর