গাজায় রাতভর ইসরাইলের হামলায় নিহত ২০

আপডেট: May 14, 2024 |
inbound3177094702569506497
print news

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার জাবালিয়া ক্যাম্পে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা সোমবার (১৩ মে) এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানিয়েছেন, গাজার আটটি শিবিরের মধ্যে সবচেয়ে বড় জাবালিয়া শরণার্থী শিবিরে ট্যাংক হামলা চালানো হয়েছে। সেখানকার বাসিন্দারা বলছেন, শিবিরের কেন্দ্রস্থলে ট্যাঙ্কের শেল এসে পড়েছে। বিমান হামলায় অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

রোববার ইসরাইলি সীমান্ত থেকে উত্তর গাজার আকাশে বিস্ফোরণের কালো ধোঁয়ার ঘন মেঘ উঠতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চল থেকে বিস্ফোরণের কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

খবরে আরও বলা হয়, গতকাল রোববার রাতভর হামলার পর ইসরায়েলি ট্যাংক জাবালিয়া শিবিরে প্রবেশ করেছে। শরণার্থী শিবিরটিতে এক লাখের বেশি মানুষ রয়েছে।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তাদের লক্ষ্য হচ্ছে জাবালিয়ায় হামাসের সামরিক সক্ষমতা পুনর্বাসনের প্রচেষ্টা নির্মূল করা।

Share Now

এই বিভাগের আরও খবর