হাতীবান্ধায় “রোকেয়া দিবস” উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট: December 9, 2023 |

লালমনিরহাট প্রতিনিধি: শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাতীবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন।

এসময় প্রবন্ধ পাঠ করেন দইখাওয়া আদর্শ কলেজের সহকারী অধ্যাপক আব্দুছ ছালামসহ আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিনিধি আজমিন নাহার প্রমূখ।

এসময় বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জনকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সিন্দুর্ণা ইউনিয়নের ফাহিমা খাতুন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সিন্দুর্ণা ইউনিয়নের ববিতা আক্তার, সফল জননী নারী হিসেবে ভেলাগুড়ী ইউনিয়নের পেয়ারী বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী হিসেবে সিঙ্গিমারী ইউনিয়নের কহিনুর হক ও সমাজ উন্নয়নে অবদান রাখা নারী হিসেবে গড্ডিমারী ইউনিয়নের শেফালী বেগম।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক নারী অংশগ্রহণ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর