পিরোজপুরে নারী নির্যাতন বন্ধে অপরাজিতা নেটওয়ার্কের সাংবাদিক সম্মেলন

আপডেট: December 7, 2023 |
inbound248963822348926476
print news

পিরোজপুর প্রতিনিধি: নারীদের বৈষম্য নির্যাতনমুক্ত একটি মর্যাদা পূর্ণ বিশ্ব গড়ে তুলতে হবে এইস্লোগানে, আন্তর্জাতিক নারীনির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৩ উপলক্ষে পিরোজপুরে বুধবার সকালে এক সংবাদ সম্মেলন ও পুরস্কার বিতরন অনুষ্ঠান হয়েছে।

জেলা অপরাজিতা নেটওয়ার্ক এর অয়োজনে স্থানীূ মহিলা পরিষদ সম্মেলন কক্ষে অপরাজিতা নেটওয়ার্ক সভাপতি ও নেছারাবাদ উপজেলা সভাপতি নার্গিস জাহানের সবাপতিত্বে অনুিষ্ঠত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাটকরেন,অপরাজিতা সদস্য সুরাইয়া আক্তার হ্যাপী।

বক্তব্য দেন সিডিআই নেটওয়ার্কের নির্বাহী পরিচালক জিয়াউল আহসান জিয়া, পিপিডিএফ নির্বাহী পরিচালক রফিকুল ইসলমি পান্না,জেলা আওয়ামীলীগ সদস্য রাশিদা আকরাম, জেলা অপরাজিতা নেটওয়ার্ক সদস্য খালেদা আক্তার হেনা, প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, খেলাফত হোসেন খসরু, সঞ্চালক অপরাজিতা কেন্দ্রীয় সদস্য ফাহামিদা মুিন্ন,অপরাজিতা প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী ঝুমুকর্মকার, এ্যাডভোকেসী নেটওয়ার্কের কো অর্ডিনেটর নূরইআযম হায়দারী,মনিটরিং কোঅর্ডিনেটর তানভীর মোশারফ,রূপান্তরের জেলা সমন্বয় কারী সাহিদাবানু সোনিয়া প্রমূখ।

বক্তারা নারীর প্রতিসহিংসতা বন্ধের আহবান জানিয়েবলেন, আমদের বৈষম্য নির্যাতনমুক্ত একটি মর্যাদা পূর্ণ বিশ^ গড়েতুলতে হবে।

সে লক্ষ্যে আমাদের যারযার অবস্থান থেকে নারীনির্যাতন বন্ধ নীতিমালা প্রণয়নে একসাথে কাজ করতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর