মাদক উদ্ধারে শ্রেষ্ঠ সম্মাননা পেলেন রাণীশংকৈল থানার এস আই প্রদীপ

আপডেট: December 6, 2023 |
inbound7516065517798219318
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: জেলা পুলিশের সার্বিক দিক নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের প্রতিটি থানায় মাদক নির্মূলে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ধর্মগড়,নেকমরদ ও কাতিহার সড়কে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে মাদকসহ মাদক কারবারিরা।

চলতি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাণীশংকৈল থানায় ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধারে বিশেষ ভূমিকা রাখায় পুলিশ সুপার কার্যালয় থেকে রাণীশংকৈল থানার এসআই প্রদিপ চন্দ্র মহন্তকে ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়।

মঙ্গলবার (০৪ ডিসেম্বর ) সকালে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানা পুলিশ কর্তৃক ২০০ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন আসামী গ্রেফতার সংক্রান্তে মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক প্রেরিত “সম্মাননা পুরস্কার‍” ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, এসআই (নিঃ)/প্রদিপ চন্দ্র মহন্তের হাতে তুলে দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ঠাকুরগাঁও ও রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল উপস্থিত ছিলেন ।

এসআই প্রদিপ চন্দ্র মহন্ত বলেন, ভাল কাজে পুরস্কার পেলে কাজের গতি আরও বেড়ে যায়। এ সম্মাননা আমার জন্য গৌরবের।

রাণীশংকৈল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যার ও রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ স্যারের দিক নির্দেশনায় মাদক উদ্ধারে এখনো কাজ করে যাচ্ছি।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ পুরস্কার রাণীশংকৈল থানা পুলিশের জন্য অনেক বড় পাওয়া।

আমি চাই, রাণীশংকৈল থানা এলাকা মাদক ও সন্ত্রাসমুক্ত হোক। মাদক বিক্রেতাদের কোনো ছাড় দেয়া হবে না।

ঠাকুরগাঁও জেলাকে মাদকের বিস্তার শুন্য ট্রলারেন্স নিয়ে আসা হবে জানিয়ে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ঠাকুরগাঁও জেলাকে মাদক নির্মূল করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এধরনের সম্মাননা পুলিশের কাজকে আরো গতিশীল করবে।

Share Now

এই বিভাগের আরও খবর