কুবিতে ছাত্রলীগের একাংশের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: August 21, 2023 |

এমদাদুল হক, কুবি প্রতিনিধি : ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবিতে ছাত্র সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) ছাত্রলীগের একাংশ (রেজা গ্রুপ)।

সোমবার (২১ আগস্ট) সকাল ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে এই ছাত্র সমাবেশটি বের হয়ে ক্যাম্পাসের নানা সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফটকের সামনে গিয়ে শেষ হয়।

এসময় ছাত্রলীগের আগামী কমিটির পদ প্রত্যাশী রেজা-ই-ইলাহী বলেন, ‘আজকের এই ছাত্র সমাবেশ ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা আহ্বান জানাই ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড, সন্ত্রাস এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষক খুনী তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের রায় কার্যকর করতে হবে।

যতদিন না এই তারেক জিয়ার রায় কার্যকর করা হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ নিরাপদ থাকবে না।

সেইসাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

এছাড়া এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা স্বজন বরণ বিশ্বাস, আমিনুর বিশ্বাস, মোমিন শুভ, নূরুদ্দিন হোসাইন, মাহী হাসনাইন, রিফাত আহমেদ, মো: রাকিব হোসেন সহ আরো অনেকে।

উল্লেখ্য,  ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা হয়।

এতে ২৪ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর