বাগাতিপাড়ায় মাছের পোনা অবমুক্ত

আপডেট: July 25, 2023 |

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়েজাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ পালন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বাগাতিপাড়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা চত্বরে এক র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সরকারি পুকুর পাড়ে এসে শেষ হয়।

পরে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও সফল মৎস্যজীবীদের মাঝে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস.বি সাত্তার, কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, নাটোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলী, বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু প্রমূখ।

পরে মৎস্য চাষীদের বা উদ্যোক্তাদের পুরষ্কার প্রদান শেষে উপজেলা চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর