বগুড়ায় দেশীয় অস্ত্রসহ এমপি বাবলুর’ দেহরক্ষী ওমর ফারুক গ্রেফতার

আপডেট: July 25, 2023 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া-৭ আসনের ( গাবতলী-শাজাহানপুর) সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর দেহরক্ষী হিসাবে পরিচিত ওমর ফারুককে দেশীয় অস্ত্রসহ আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

২৫ জুলাই (মঙ্গলবার) দুপিরে বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

দেশীয় অস্ত্র দিয়ে প্রভাব বিস্তার ও ভয়-ভীতি প্রর্দশন করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজ হাসান।

গ্রেফতারকৃত ওমর ফারুক শাজাহানপুর উপজেলাধীন ডোমনপুকুর দেওয়ানপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং মাঝিড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

স্হানীয়রা জানান, ওমর ফারুক এলাকার সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর দেহরক্ষী হিসাবে পরিচিত। ঢ়ে কোনো অনুষ্ঠানে সংবাদ সদস্যের সঙ্গে তাকে দেখা যায়।

সম্প্রতি সংসদ সদস্যের শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরে রামদা হাতে ওমর ফারুকের ঘোরাফেরার ছবি ফেসবুকেও ছড়িয়ে পড়ে।

এদিকে ওমর ফারুক তার দেহরক্ষী হিসাবে কাজ করেন না বলে দাবি করেছেন সংসদ সদস্য বাবলু।

তিনি সাংবাদিকদের বলেন,আমার পেছনে অনেক মানুষই তো থাকে।তাই বলে সবাই আমার দেহরক্ষী হিসাবে কাজ করে সেটি নয়।

আর ওমর ফারুক রাজনীতি করে। সে মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হক জুয়েল বলেন,” মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি এখনও অনুমোদন হয়নি।প্রাথমিকভাবে ওমর ফারুকের কমিটিতে নাম রয়েছে।

ডিবির ওসি মোস্তাফিজ হাসান বলেন, দেশীয় অস্ত্র দিয়ে প্রভাব বিস্তার ও ভয়-ভীতি প্রর্দশন করার অভিযোগে ওমর ফারুককে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে দুটি হাসুয়া (রামদা) পাওয়া,যায়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার আদালতে পাঠানো হবে।

Share Now

এই বিভাগের আরও খবর