বগুড়ার আকবরিয়া হোটেলে অভিযান, তিন লাখ টাকা জরিমানা

আপডেট: April 26, 2023 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় আকবারিয়া গ্রান্ড হোটেল এন্ড রেস্টুরেন্টে পঁচা- বাসি খাবার রাখার অভিযোগে ৩ (তিন) লাখ টাকা জারিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য অধিদফতর।

বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে বগুড়ার কবি নজরুল ইসলাম সড়কে অবস্হিত আকবরিয়া গ্রান্ড হোটেল এন্ড রেস্টুরেন্টে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদফতর এক বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে মেয়াদোত্তীর্ণ, পঁচা- বাসি খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরিসহ বিভিন্ন অভিযোগে প্রতিষ্ঠানটির ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় সহযোগিতা করেন জেলা পুলিশের টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুর আলম রিজভী জানান, আকবরিয়া গ্রান্ড হোটেল এন্ড রেস্টুরেন্টে পঁচা-বাসি খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি করার অভিযোগে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান,পরবর্তীতে এমন অভিযোগ থাকলে প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর