গুরুদাসপুরে বাংলা নববর্ষ পালন

আপডেট: April 14, 2023 |

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি :মুছে যাওয়া গ্লানি ঘুঁচে যাক জড়া অগ্নিপানে সুখী হোক ধরা বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।

নববর্ষ উদযাপনে উপজেলা চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে উপজেলা মিলায়তনে এসে শেষ হয়।

বাংলা নববর্ষ উদযাপনে উপজেলা মেলায়তনে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায়ের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলা নববর্ষকে প্রাণবন্ত করতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস এমপি নাটোর ৪, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ রোকসানা আক্তার লিপি, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান শাকিল, গুরুদাসপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিন মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম আক্তার, উপজেলা কৃষি অফিসার মোঃ হারুনুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুর ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মী।

অনুষ্ঠানে গুরুদাস উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের শুভেচ্ছা বক্তব্যে গুরুদাসপুর উপজেলা বাঁশি সহ সর্বস্তরের জনসাধারণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Share Now

এই বিভাগের আরও খবর