তুরস্ককে ক্ষমা চাওয়ার আহ্বান ইরাকের

আপডেট: April 9, 2023 |

ইরাকের উত্তর কুর্দিস্থানের সুলেইমানিয়াহ বিমানবন্দরে হামলা চালানোর অভিযোগে তুরস্ককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ইরাক সরকার।

শনিবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে ইরাকের প্রেসিডেন্ট কার্যালয় এ আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, তুরস্ককে অবশ্যই ইরাকের মাটিতে হামলা চালানো বন্ধ করতে হবে। তুরস্কের জন্য হুমকিস্বরূপ কোনো বাহিনী ইরাকে অবস্থান করছে- এমন অজুহাতে আমাদের সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলার কোনা আইনি যৌক্তিকতা নেই। এ বিষয়ে আমরা তুর্কি সরকারকে দায়িত্ব নিতে ও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।

এর আগে গত শুক্রবার (৭ এপ্রিল) সুলেইমানিয়াহ বিমানবন্দরে একটি ড্রোন হামলার ঘটনা ঘটে। এর পরপরই ইরাক দাবি জানায়, তুর্কি সেনাবাহিনীই এ হামলা চালিয়েছে।

কুর্দিস আঞ্চলিক সরকারের (কেআরজি) আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়ক প্রধান কর্মকর্তা লক গাফুরি জানান, শুক্রবার সুলেইমানিয়াহ বিমানবন্দরে করা ওই ড্রোন হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। । তবে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

অন্যদিকে তুরস্কের একজন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শুক্রবার কুর্দিস্থানে তাদের সেনারা কোনো ধরনের অভিযান চালায়নি।

এদিকে, এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) জানায়, হামলার সময় এসডিএফ প্রধান মজলুম আবদি বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তবে তিনি আহত হননি। অন্যদিকে, মজলুম আবদি এ হামলার নিন্দা জানালেও, তাকে লক্ষ্য করেই যে ওই হামলা চালানো হয়েছে, এমন কোনো দাবি করেননি তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর