মস্কোর বাণিজ্যকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট: June 4, 2022 |

মস্কোর একটি বাণিজ্যকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাণিজ্যকেন্দ্রটির নাম গ্র্যান্ড সেতুন প্লাজা। এ ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

আলজাজিরা ও রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় শুক্রবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দেশটির মিনিস্ট্রি অব ইমারজেন্সি সিচুয়েশন জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও থেকে দেখা যায়, মস্কোর ওই বাণিজ্যকেন্দ্র থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

ভবনের পাঁচতলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন শুরুর পর যে সব ব্যক্তি ভবন থেকে বের হতে পারেননি তাদেরকে ষষ্ঠ ও সপ্তম তলায় এবং ছাদে সরিয়ে নেয়া হয়।

ভয়াবহ এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টার থেকে পানি ছিটানো হয়। একইসাথে কয়েকশ ফায়ারফাইটার নিযুক্ত করা হয়।

ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে সকাল দশটার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। তবে ইচ্ছাকৃত অগ্নিসংযোগের কথাও উড়িয়ে দিচ্ছে না সরকার। ইউক্রেনের সঙ্গে যখন রাশিয়ার সামরিক সংঘাত চলছে তখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর