রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করলেন ব্লিনকেন

আপডেট: February 23, 2022 |
print news

রাশিয়া কূটনীতির পথ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পরিকল্পিত বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

বৃহস্পতিবার ইউরোপে বৈঠকটি হওয়ার কথা ছিল। কিন্তু মস্কো ইউক্রেইনের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর মঙ্গলবার ব্লিনকেন বৈঠকটি বাতিল করার কথা জানান; খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ব্লিনকেন জানিয়েছেন, তিনি ল্যাভরভের সঙ্গে বৈঠক করতে রাজি হয়েছিলেন যদি রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন না চালায়।

“এখন আমরা দেখছি আক্রমণ শুরু হয়ে গেছে এবং রাশিয়া কূটনীতি পুরোপুরি প্রত্যাখ্যান করার বিষয়টি পরিষ্কার করে দিয়েছে, এই সময়ে ওই বৈঠক নিয়ে এগিয়ে যাওয়ার আর কোনো মানে হয় না,” ওয়াশিংটনে ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী দমিত্রো কুলেবার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন ব্লিনকেন।

তিনি আরও বলেন, পুতিনের এসব পদক্ষেপ ‘গভীর উদ্বেগজনক’ এবং বিশ্বকে দেখিয়েছে পুতিন ইউক্রেইনকে ‘রাশিয়ার অধীনস্ত’ হিসেবে বিবেচনা করে।

ব্লিনকেন জানান, তিনি এখনও কূটনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ‘যদি মস্কোর দৃষ্টিভঙ্গী পরিবর্তন হয়’ এবং ‘আরও খারাপ পরিস্থিতি এড়াতে’ তার পক্ষে যা কিছু সম্ভব করবেন।

‘আরও খারাপ পরিস্থিতি’ বলতে ইউক্রেইনের রাজধানীসহ দেশটির ওপর রাশিয়ার সম্ভাব্য সর্বাত্মক আক্রমণের বিষয়টি উল্লেখ করেছেন তিনি।

“কিন্তু আমরা রাশিয়াকে একইসঙ্গে সংঘাত ও যুদ্ধের পথে এগিয়ে যাওয়া এবং কূটনীতির ভান করার সুযোগ দেবো না,” বলেন তিনি।

ব্লিনকেন জানান, মঙ্গলবার একটি চিঠিতে ল্যাভরভকে বৈঠক বাতিলের কথা জানানো হয়েছে, তবে এর আগে ওয়াশিংটন বৈঠক বাতিলের সিদ্ধান্ত নিয়ে মিত্রদের সঙ্গে পরামর্শ করে নেয়।

ইউক্রেইনের প্রতি আগ্রাসন বাড়াতে থাকলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা বৃদ্ধি করতে থাকবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইনের পূর্বাঞ্চলের স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেৎস্ক ও লুহানস্ককে স্বীকৃতি দেন এবং ‘শান্তি রক্ষার্থে’ রাশিয়ার সেনাদের ইউক্রেইনের পূর্বাঞ্চলে যাওয়ার নির্দেশ দেন।

এরপর থেকেই পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে। আর ওয়াশিংটন মস্কোর সেনা মোতায়েনের ওজরকে ‘ফালতু কথা’ বলে বাতিল করে দেয়।

রয়টার্সের একজন সাংবাদিক মঙ্গলবার দিবাগত রাতে দোনেৎস্কর কাছাকাছি কিছু ট্যাঙ্ক দেখতে পান এবং দোনেৎস্ক শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর